তোমার চাহনি

প্রিয়ার চাহনি (মে ২০১২)

বিষণ্ন সুমন
  • ৬০
  • ২৫
বদলে যাবার মিছিলে এখন তুমিও।

ঘাসের ডগাগুলো সব গেছে নুয়ে।
সবুজের জমিনে জড়ানো বাদামী প্রলেপ
অমলিন সরলতায় আঁকে বয়সী আস্তরণ।
হুমড়ি খেয়ে যায় সতেজ শিশির
ঝড়ে পড়ার ফেরে তাই কুয়াশার মরণ।

এক রত্তি পায়ে হাঁটা পথকেও দেখি
তকতকে কার্পেটের শোভায় যায় মুড়ে।
চার চাকায় চলার গতিময় স্পন্দন
খুঁজে ফেরে এঁদো গলি স্মৃতির ক্রোড়ে।
এমনি করেই হারায় চেনা চারিপাশ।

সবুজ অরণ্য ভূমে জাগে ন্যাড়া বসুধা
কালো পিঁপড়ের দল হেথা পায়না ঠাই।
ঘুণে পোকার আদলে তারাও গর্ত খুড়ে
নিবিড় জীবনের তরে খোঁজে মাটির চাই।
এভাবেই শুন্যচারীর হয় মৃত্তিকাবাস।

বুড়ো দেহের ভাঁজে এখন যৌবন আসেনা।
ফর্সা মুখের নিটোল আদ্যোপান্ত জুড়ে
বয়সের বলীরেখা লুটোপুটি খায়।
তুমিও ছিলে কখনো বুকের ধুকধুকানিতে
স্মৃতির মণিকোঠায় তাই দোলা দিয়ে যায়।

অনুভূতির সায়রে এখন নিরেট ভাবনার বসবাস।
মাকড়শার শত জালের বিভ্রান্তি জুড়ে
চিন্তা ও চেতনা ক্রমশ: ফিকে হবার দলে।
তুমি ও তোমার অবস্থিতির মূল্যায়ন
পুরোটাই বর্তমান কেবলি সান্ত্বনার ছলে।

ক অক্ষর গো'মাংস থেকে চীনের প্রাচীর
কিম্বা চেঙ্গিসখানের এপিটাফে ভোরের শিশির।
ক্লিউপ্রেট্রাও হতে পারে তোমার সমান
সব সুন্দরের একই নাম সবি তো মহান।
বদলানোর মিছিলে নেই তবে কে শুনি।

সামান্য ঘাসের ডগা অথবা চেনা চারিপাশ
শিল্পীর তুলিতে আঁকা শরীরী অমনিবাস
সবই বদলায় কিম্বা চাইলেই বদলানো যায়।
তবুও অনেক ইচ্ছে করেও রয়ে যায় অটুট
আবাল্য থেকে অদ্যাবধি কেবলি তোমার চাহনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jontitu সুন্দর উপমা, খুব ভালো লাগলো কবিতা।
এ কে এম মাজহারুল আবেদিন হায় রে চাহনি তোমার, আপাদমস্তক মুড়ে ফেলে অনায়াস মায়া জালে মোর. জোরে অস্তিত্ব হীন আমার নিয়তি | প্রেয়সী,তোমার আখির গহিনে ডুবে মরি, সহস্র বার | অসাধারণ, সত্যি ই অসাধারণ |
সুমন দাস মুন্না আপনি দেখছি সুমন, আমিও সুমন। মিতার কবিতা খুব ভাল লাগল।
রনীল শব্দের ব্যবহারে দক্ষতা দেখে ঈর্ষা হয়... ইচ্ছে হয় নিজেও লিখি... অনন্য সুন্দর একটি কবিতা...
সুমননাহার (সুমি ) সুমন ভাইয়া দারুন লিখেছ তো?সুভকামনা থাকলো.
প্রজাপতি মন বদলে যাবার মিছিলে এখন তুমিও। ঘাসের ডগাগুলো সব গেছে নুয়ে। সবুজের জমিনে জড়ানো বাদামী প্রলেপ অমলিন সরলতায় আঁকে বয়সী আস্তরণ। হুমড়ি খেয়ে যায় সতেজ শিশির ঝড়ে পড়ার ফেরে তাই কুয়াশার মরণ। ~~~~~~~~~~~~~~~~ খুব সুন্দর। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সবই বদলায় কিম্বা চাইলেই বদলানো যায়। তবুও অনেক ইচ্ছে করেও রয়ে যায় অটুট আবাল্য থেকে অদ্যাবধি কেবলি তোমার চাহনি। ~~~~~~ অসাধারণ! অনেকদিন পর একটি চমৎকার কবিতা পড়লাম।
সিয়াম সোহানূর ক অক্ষর গো'মাংস থেকে চীনের প্রাচীর কিম্বা চেঙ্গিসখানের এপিটাফে ভোরের শিশির। ক্লিউপ্রেট্রাও হতে পারে তোমার সমান সব সুন্দরের একই নাম সবি তো মহান। ------- ভাল লাগা আর ভালবাসা রইলো ।
আহমেদ সাবের কোনটা ছেড়ে কোনটা বলি? চেনা বিষণ্ণ সুমনকে খুঁজে পেলাম আবার কবিতায়। "তবুও অনেক ইচ্ছে করেও রয়ে যায় অটুট / আবাল্য থেকে অদ্যাবধি কেবলি তোমার চাহনি।" - এক কথায় অসাধারণ।
আলেকজানডার ত্রিপল ভালো লিখেছো বন্ধু !
পারভেজ রূপক উপমার কারুকাজগুলো খুব ভাল লাগল।

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪